আমি আসির মোসাদ্দেক সাকিব। আমি বর্তমনে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
আমি সর্বপ্রথম যশোরে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কলে বর্তি হই। এরপর আমি লালমনিরহাটে রাইফেলস্ পাবলিক স্কুলে ১ম শেণী থেকে ৪র্থ শেণী পর্যন্ত পড়ি। এরপর আমি ৫ম শ্রেণীতে ভর্তি হই বি, এ, এফ শাহীন কলেজ, চট্টগ্রামে। এবং আমি লায়ন্স স্কুল ও কলেজে ৭ম শেণীতে ভর্তি হই। এখান থেকই আমি এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে জি.পি.এ. ৫ পেয়ে পাশ করেছি।
আমি ভবিষ্যতে একজন ভাল মানুষ হতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন